Categories
সারাদেশ

স্বামীর অনুপস্থিতিতে দেখা করতে গিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন যুবক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে লাভলু (৪৮) নামে এক যুবকের পরকীয়ার অভিযোগ ছিল। তবে বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়ন চলছিল। এ নিয়ে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে দেখা করতে গেলে ওই গৃহবধূ কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার ‘বিশেষ অঙ্গের’ আংশিক কেটে ফেলেন।

শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাভলু উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে মুদি দোকানি লাভলু হাওলাদারের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এর সূত্র ধরে স্বামীর অনুপস্থিতিতে রাতের আঁধারে প্রায়শই ওই গৃহবধূর সঙ্গে তিনি দেখা করতেন। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল।

শুক্রবার (২৯ জুলাই) গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’ পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করেন। এতে তার ‘বিশেষ অঙ্গের’ আংশিক কেটে যায়। এ সময় লাভলুকে কুপিয়ে আহত করেন ওই নারী।